গরু চোরে হয় পিটুনি,
প্রাণে যায় সে মারা।
পুকুর চুরি ভুমির দস্যু,
পড়ে নাকো ধরা।
হাজার কোটি করের ফাঁকি,
যারা দিচ্ছে জীবনভর।
তাদের বিচার হয় না কেনো?
করছো কিসের ডর ?
গরু চোরের প্রাণ বির্ষজন,
মুলা চোরের ফাঁসি।
জগৎটা যে বড়র দিকে,
ভাবলে লাগে হাসি।
-এম এ মামুন
দৈনিক সময়ের সমীকরণ সংবিধান, আইন ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের বিশেষভাবে অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য অপসারণ করার ক্ষমতা রাখে।