খবর: (চুয়াডাঙ্গার মুসলিম পাড়ার মাদক স¤্রাজ্ঞি মর্জিনা আটক : ইয়াবা উদ্ধার )

শহর জুড়ে মাদকের হাট,
চলছে বেচা কেনা।
কেবা বেচে কেবা খায়,
আছে সবার জানা।

প্রশাসনের জোয়ান জানে,
পড়ছে প্রায় ধরা।
আইনের ফাঁক ফোঁকড় দিয়ে,
বেরিয়ে আসছে ওরা।

পুলিশ দিয়ে যতই ধরাও,
হচ্ছে না তার সাজা।
মাদক বেচলে নামের আগে
বসছে সম্রাট রাজা।
– এম এ মামুন