ডাকাতি হয় দিনের বেলায়,
ডাকাতি হয় রাতে।
সাঙড়া করে ডাকাতি,
থাকছে কাদের সাথে ?
জানেনাকো পুলিশের লোক,
জানেনা পাড়াপড়শী।
ধরতে পারলে বুঝিয়ে দেব,
কেমন ডাকাত দুঃসাহসী।
পুলিশ নাকি খোঁজ করে না,
শুনতে খারাপ লাগে।
কেনো রাতে টহল চলে,
কেনোই বা রাত জাগে?
– এম এ মামুন
দৈনিক সময়ের সমীকরণ সংবিধান, আইন ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের বিশেষভাবে অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য অপসারণ করার ক্ষমতা রাখে।