দখল দখল খেলায় মেতে,
রক্ত ঝরছে কাহার।
দখল নিতে গোডাউনের,
বন্ধ হবে আহার।
দখলবাজী করতে তুমি,
দাঙ্গা করবে যত।
দখল করতে শরীর জুড়ে,
বাড়বে শত ক্ষত ।
নেতার কথায় গ্রুপ করে,
করছো খুঁনোখুঁনি।
এতিম হবে তোমর পোলা,
টানবা জেলের ঘানি।
– এম এ মামুন
দখল দখল খেলায় মেতে,
রক্ত ঝরছে কাহার।
দখল নিতে গোডাউনের,
বন্ধ হবে আহার।
দখলবাজী করতে তুমি,
দাঙ্গা করবে যত।
দখল করতে শরীর জুড়ে,
বাড়বে শত ক্ষত ।
নেতার কথায় গ্রুপ করে,
করছো খুঁনোখুঁনি।
এতিম হবে তোমর পোলা,
টানবা জেলের ঘানি।
– এম এ মামুন