খবর: (গাংনীতে ইটভাটা ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার করা হয়েছে)

বিচার আচার নেইকি দেশে?
খুঁন খারাবি চলছে বেশ।
অনিয়মে চলছে বিচার,
কে গড়বে সোনার দেশ?

খুঁন করলেও হয়না বিচার,
খুঁনি হয়রে দেশের নেতা।
খুঁনির বিচার করতে গেলে,
ঘুরে ওঠে নেতার মাথা।

একটি খুঁনের বিচার চাইরে,
বিচার চাই করতে হবে।
সোনার বাংলায় বিনা দোষে,
আর কত প্রাণ ঝরবে ?

– এম এ মামুন