খাদ্যে ভরে বড় গুদাম,
টাকায় ভরে পকেট।
দূর্নীতির চেলা গুলোর,
দাও চটিয়ে ছকেট।
কৃষক পায় না ন্যায্য মূল্য,
নেতায় বেঁচে শষ্য।
গুদাম অফিসারের সাথে,
ভাগের থাকে হিষ্য।
সিন্ডিকেটের শিয়ান ঘুঘু,
সবাই দলের লোক।
খাদ্য নিয়ন্ত্রক গুদাম কর্তা,
রক্ত চোষা জোঁক।
– এম এ মামুন
দৈনিক সময়ের সমীকরণ সংবিধান, আইন ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের বিশেষভাবে অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য অপসারণ করার ক্ষমতা রাখে।