বন্দু আলগামনের ড্রাইভার
তার গাড়ীতে শহর যাইতে
মন দিয়াছি আইতে, আইতে
তার কথাটা নাইতে খাইতে
শুধুই মনে হয়।
প্রেমের হাওয়ায় করছে পাগল
মানষে আমার বলুক ছাগল
তবু প্রেমের দেবোইরে গোল
আমিই প্রেমের মজনু আসল
কথা মিথ্যা নয়।
যতই গাছে টানাও তোমরা
ও যে আমার প্রাণ ভ্্রমরা
দেখতে বেজায় রূপ চেহারা
সে যে আমার হাজার তারা
একেই পরোকেয়া কই।
– এম এ মামুুন
দৈনিক সময়ের সমীকরণ সংবিধান, আইন ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের বিশেষভাবে অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য অপসারণ করার ক্ষমতা রাখে।