খবর: (গণমাধ্যম কর্মী ও সুধীজনের মুখোমুখি চুয়াডাঙ্গা পৌর মেয়র)
পৌরসভার তিন সমস্যা,
সড়ক মশা ড্রেন।
উন্নয়নের কাজটা বাড়াও,
পানির কথা মেইন।
জনগণের সমস্যাটায়,
শুনুন প্রতিনিধি।
বাড়িয়ে দাও উন্নয়নের,
নতুন পরিধি।
যানজটমুক্ত চাইছি শহর,
শুনুন বলি মেয়র।
ঝঁকঝঁকে হোক পৌরসভা,
ডাঙ্গা এবং ডহর।
– এম এ মামুন