খবর: ( খুলে দেওয়া হলো ফারাক্কা ধেয়ে আসছে পানি : বানের পানিতে কুষ্টিয়ায় প্লাবিত ৩০ গ্রাম : আতঙ্ক দেখা দিয়েছে আশপাশের এলাকায় )

ঠেলায় পড়ে ঢেলায় ছালাম,
উগরে দেওয়া শুরু।
পানি ধরার সাধ মিটেছে,
কাপছে দুরু দুরু।

চলবে পানি পানির মত,
চলবে ঢেউয়ের তালে।
পানি চলার বাঁধা দিলে,
খাবে সবার গিলে।

পানির নেশায়, দাদা মশায়,
দিয়েছিলেন বাঁধ ?
অবশেষে হাবুডুবু ।
মিটলো পানির সাধ।