
ঈদ করেছো নীদ পেড়েছো,
এবার কাজে যাও।
খুশির হাটে খুব ঘুরেছো,
আর ঘুরোনা ফাও।
কার টাকাতে কোরবানী দাও,
ভাবছো বিষয়টি ?
কোরবানীর সব নিয়ম কানুন,
মিলাও হিসাবটি।
লোক দেখিয়ে পশু কেনো ।
দেখিয়ে করো জবাই।
কোরবানীটা হোক না হোক,
গোস্ত খাবা সবাই।
– এম এ মামুন