মাদক ব্যবসা ছাড়তে বলেন,
নেতাই ভাষনে।
দলের মধ্যে অনেক নেতাই,
থাকেন চালানে।
নেতার নামের পরেই চলে,
ধুম্ছে মাদক ব্যবসা।
ভাষন দিয়ে হয়না শাসন,
কে পায় এসব হিস্যা ?
নেতার এতো ব্যবসা কিসের ?
চলে হেলে দুলে।
নেতার পিছে ঘুরে ফিকুর,
আঙুল গেল ফুলে।
– এম এ মামুন