খবর ( কুড়ুলগাছির দালাল মুনসুর বেপেরোয়া )

কুড়ুলগাছির মুনসুর আলী’র
শুনুন কারসাজী।
আদম ব্যবসার জাল পেতেছে,
করছে ধান্দাবাজী।

সহজ সরল গ্রামবাসীদের,
উচ্চাশা দিয়ে।
মোটা অংকের টাকা পয়সা,
নিচ্ছে হাতিয়ে।

মুনসুর আলী দালাল থেকে,
থাকো সবাই  দুরে।
তার ফোঁসে বিদেশ যেয়ে,
মরবা বে-ঘোরে।

– এম এ মামুন