খবর: (কালীগঞ্জের বারোবাজারের ইউপি চেয়ারম্যান আলীগ নেতা আবুল কালামসহ ৫ জন বিপুল পরিমান ফেনসিডিলসহ র‌্যাবের হাতে আটক )

বারো বাজারের বারো ঘাটের,
মাদক সম্্রাট হাবুল।
সারা বাংলায় মাদক বেঁচেন,
থাকেন বাংলা কাবুল।

ভয় করেন না আইন পুলিশ,
করলে পরে হাজার নালিশ।
দলকে নিয়ে করেন বল,
মাদক বেঁচেন আকাশ তল।

দাপট দেখান সবখানে,
এ কথাটা সব জানে।
ধরতে হাতে কই প্রমান?
মাদক সম্্রাট চেয়ারম্যান !

– এম এ মামুন