বারো বাজারের বারো ঘাটের,
মাদক সম্্রাট হাবুল।
সারা বাংলায় মাদক বেঁচেন,
থাকেন বাংলা কাবুল।
ভয় করেন না আইন পুলিশ,
করলে পরে হাজার নালিশ।
দলকে নিয়ে করেন বল,
মাদক বেঁচেন আকাশ তল।
দাপট দেখান সবখানে,
এ কথাটা সব জানে।
ধরতে হাতে কই প্রমান?
মাদক সম্্রাট চেয়ারম্যান !
– এম এ মামুন
দৈনিক সময়ের সমীকরণ সংবিধান, আইন ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের বিশেষভাবে অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য অপসারণ করার ক্ষমতা রাখে।