ভিক্ষাবৃত্তি নয়তো ভাল,
কর্ম করে খাও।
ঝুলি কাঁধে নিয়ে কেন,
দ্বারে দ্বারে যাও ?
পূনর্বাসন করছে সরকার,
ভিক্ষা ছেড়ে দাও।
এখন থেকে নিজেই নিজের,
কর্ম খুঁজে নাও।
চায়ের দোকান বাদাম ফেরি,
অর্থ দেবে সরকার।
তোমার শুধুই ইচ্ছা পোষণ,
তওবা করা দরকার।
– এম এ মামুন