ব্যবসা করো দাও না চাঁদা,
তাই কখনো হয় কি দাদা ?
আমরা দলের ছেলে।
আমরা আছি সকল ভোগে,
তোমরা থাকো সকল রোগে,
আমরা নেতার ছেলে।
আমরা বললে শুনবি তোরা,
নইলে হবে কঠিন ফ্যারা
আমরা সোনার ছেলে।
আমরা চালাই সকল খেলা,
মন্দ ভাল দলের চ্যালা,
বুঝলি শেষে চাঁদার জ্বালা ?
– এম এ মামুন
দৈনিক সময়ের সমীকরণ সংবিধান, আইন ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের বিশেষভাবে অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য অপসারণ করার ক্ষমতা রাখে।