খেলবে শিশু বলবে শিশু,
শিখবে লেখাপড়া।
স্নেহ ভালোবাসার মাঝেই,
আদর্শ জীবন গড়া।
প্রহার শাসন উগ্র ভাষন,
শিশুর মেধায় বাঁধা।
অতি শাসন হয় নির্যাতন,
হয় যে শিশু গাধা।
হুজুর মশাই পর্দা শেখায়,
যেন সীমারখানায়।
পর্দার নামে নির্যাতনের,
সবাই ধিক্কার জানায়।
– এম এ মামুন
দৈনিক সময়ের সমীকরণ সংবিধান, আইন ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের বিশেষভাবে অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য অপসারণ করার ক্ষমতা রাখে।