খবর: ( আদালতের রায় অমান্য করে ঝিনাইদহে সরকারী শিক্ষা প্রতিষ্ঠানে এখনো এমপিরা সভাপতি )

রায় মানে না সায় মানে না,
দম্ভ্য করে বলেন।
সকল কাজে নিয়ম ফেলে,
অনিয়মে চলেন।

এমপি তিনি দলের নেতা,
সব খানে তার বল।
নিয়ম করে যায়কি চলা,
দলের বলে চল।

শিক্ষাসহ সকল প্রতিষ্ঠানের,
সকল কমিটিতে।
নেতার নামটা থাকবে আগে,
সভাপতিতে।