বিদেশ মানে সোনার হরিণ,
ছুটছে সবাই অমনি।
হরিণ ধরার আশা যাদের,
আদম আলীও তেমনী।
ঝোপ বুঝে সে কোপ মারে,
বিদেশ যাবার খেদ কার।
বিদেশ নিয়ে গল্প করেন,
বলেন বিদেশ চমেৎকার।
আদম ব্যপারীর গল্পে ভুলে,
কব্জায় পড়ে অনেকেই।
বিদেশ পাড়ি ফেরৎ বাড়ী,
চোখে ব্যাটার ঘুম নেই।
– এম এ মামুন
দৈনিক সময়ের সমীকরণ সংবিধান, আইন ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের বিশেষভাবে অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য অপসারণ করার ক্ষমতা রাখে।