খবর: (আজ আমার জীবনের শেষ দিন ফেসবুকে পোষ্ট দিয়ে স্কুল ছাত্রের আত্মহত্যা )

মান অভিমান জেদও ভাল,
যদি উচিত হয়।
মান অভিমান আত্মহত্যা,
মোটেও ভালো নয়।

আত্মহত্যা মহা-পাপ জানো,
আত্মহত্যা করে যেজন ।
ভুলে ভরা দুনিয়াদারী তার,
নষ্ট হলো সকল ভুবন।

আত্মহত্যার বিপদগামী,
আবেগ রোগে মরে।
মানুষই করে আত্মহত্যা,
পশুরাও ঘেন্না করে।

– এম এ মামুন