টাকা নেবো, ভোট দিবো,
আমি একজন ভোটার!
ইচ্ছা মত, করবো বদল,
নয়তো কোন ম্যাটার।
টাকা নিয়ে, ভোট বেচঁবো,
দেখে হাব-ভাব।
ভোটের আগে, পক্ষ বদল
আমার যে স্বভাব!
কর্মচারী ইউনিয়ন, গোল্লায় যাক,
না খেয়ে মরুক!
নীতি আদর্শ কি হবে?
টাকায় পকেট ভরুক।
-হুসাইন মালিক
দৈনিক সময়ের সমীকরণ সংবিধান, আইন ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের বিশেষভাবে অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য অপসারণ করার ক্ষমতা রাখে।