খবর:(দামুড়হুদার বৃক্ষমেলা থেকে অপহৃত স্কুলছাত্র সজীবের অর্ধগলিত লাশ সেফটি ট্যাংক থেকে উদ্ধার)

হারে মানুষ পশুর সমান,
কত কিছুই করে।
টাকার নেশায় মাতাল হয়ে,
দুধের শিশু মারে।

টাকায় যদি হয়রে বড়,
টাকায় দেবে শান্তি?
খুন করে সব পালিয়ে আছো,
ছড়িয়ে বিভ্রান্তি।

মানুষ বলে টাকার দলে,
হয়ে পাগল পারা।
দেখবি মজা নষ্ট খাজা,
পড়লে এবার ধরা।

– এম এ মামুন