শ্রমিক নেতা বড্ড ভাল,
জাল টাকার তার কারবার।
নেতার বেশে চলেন হেসে,
শ্রমিক নেতা চমেৎকার।
দিনে করেন নেতাগিরি,
রাতে বেচেন জাল ট্যাকা।
বললে পরে সাধু সাজেন,
বলেন কথা হ্যাকা ব্যাকা।
জাল শেয়ানার শেয়ানাগিরি,
পড়লো শেষে ধরা।
বুঝবি এবার কেমন জ্বালা,
জেলেই পাগল পারা।
এম এ মামুন
দৈনিক সময়ের সমীকরণ সংবিধান, আইন ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের বিশেষভাবে অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য অপসারণ করার ক্ষমতা রাখে।