রাস্তা ঘাটে আলাপ হলে,
করলে তারে আপন।
ভালোর চেয়ে মন্দ হবে,
মিথ্যে হবে স্বপন।
পুরুষ কিংম্বা নারীর সাথে,
যতই হোকনা গভীর ভাব,
বিশ্বাসে ধন ছেড়ো নাকো,
হবে নাকো কিছুই লাভ।
বর্তমানে নারীর দলে,
হচ্ছে জঙ্গী, করছে অপহরণ,
সাবধানে পথ না চললে,
পথেই হবে মরণ।
– এম এ মামুন