
চোরাচালানীর বুকের পাটায়,
দাও চালিয়ে গুলি।
দেশটা হোক মাদক মুক্ত,
এমন কথাই বলি ।
সব জনতা প্রশাসনের সাথে,
দিনে কিংবা রাতে।
দাও উড়িয়ে চোরাচালানীর ঘাট,
যারা আছে এর পিছনের লাট।
পড়লে ধরা জাগায় বিচার হবে,
স্বাক্ষী দেবে সাহস করে সবে।
ঐক্য করি দেশের জন্য সবে,
চোরাচালান নির্মূল করতে হবে।
– এম এ মামুন