চোরাচালানীর বুকের পাটায়,
দাও চালিয়ে গুলি।
দেশটা হোক মাদক মুক্ত,
এমন কথাই বলি ।
সব জনতা প্রশাসনের সাথে,
দিনে কিংবা রাতে।
দাও উড়িয়ে চোরাচালানীর ঘাট,
যারা আছে এর পিছনের লাট।
পড়লে ধরা জাগায় বিচার হবে,
স্বাক্ষী দেবে সাহস করে সবে।
ঐক্য করি দেশের জন্য সবে,
চোরাচালান নির্মূল করতে হবে।
– এম এ মামুন
দৈনিক সময়ের সমীকরণ সংবিধান, আইন ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের বিশেষভাবে অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য অপসারণ করার ক্ষমতা রাখে।