সব শকুনে খাইরে মরা,
খাইরে ভাগাড় খুঁজে।
পুলিশ মানে সবাই ভাল,
কেউ বা আছে বাজে।
পুলিশ মানে ভালোর ভাল,
মানুষ পাবে স্বস্তি।
এমন পুলিশ অনেক থাকে,
টাকার সাথে দস্তি।
পুলিশ মানে শান্তি প্রিয়,
রাখবে পরিবেশ।
পুলিশ যদি হয়রে ভাল,
সুখের হবে দেশ।
দৈনিক সময়ের সমীকরণ সংবিধান, আইন ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের বিশেষভাবে অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য অপসারণ করার ক্ষমতা রাখে।