খবর:(খুলনায় তরুণীর সঙ্গে আপত্তিকর ছবি তুলে অর্থ আদায়ের অভিযোগ : পুলিশের উপপরিদর্শক সোহেলসহ গ্রেফতার ৫ )

সব শকুনে খাইরে মরা,
খাইরে ভাগাড় খুঁজে।
পুলিশ মানে সবাই ভাল,
কেউ বা আছে বাজে।

পুলিশ মানে ভালোর ভাল,
মানুষ পাবে স্বস্তি।
এমন পুলিশ অনেক থাকে,
টাকার সাথে দস্তি।

পুলিশ মানে শান্তি প্রিয়,
রাখবে পরিবেশ।
পুলিশ যদি হয়রে ভাল,
সুখের হবে দেশ।