খবর:(আইনজীবি মার্কেটে চুরি করে ভুড়িভোজ পুলিশের হাতে আটক ৪ কিশোর জেলে)

দিনে দিনে কিশোর সমাজ,
উচ্ছন্নে সব যাচ্ছে।
স্যারের সাথে বসে তারা,
মাদক সেবন করছে।

বাবার বারণ নেই না শাসন,
দেখান বাহাদুরী।
নেশার টাকা করতে জোগাড়,
করছে চুরিদারী।

দেখরে ঠেলা কেমন জ্বালা,
পড়লি এবার ধরা।
জেলের জ্বালা কেমন জ্বালা
হবি জীর্নজরা।

– এম এ মামুন