মেহেরপুর অফিস:
মেহেরপুর সদর উপজেলার উজলপুর গ্রামের বাড়িতে ক্রিকেটার ইমরুল কায়েস সপরিবারে হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। গত সোমবার (২০ এপ্রিল) তাঁর পিতার বাবার দাফন শেষে স্বাস্থ্য বিভাগের নির্দেশনায় তিনি হোম কোয়ারেন্টাইন শুরু করেন। মেহেরপুর সিভিল সার্জন ডা. নাসির উদ্দীন জানান, ক্রিকেটার ইমরুল কায়েস সরকারের নির্দেশনার প্রতি শ্রদ্ধাশীল। যেহেতু তিনি ঢাকা থেকে এসেছেন, তাই পরিবারের সবাইকে নিয়ে নিজ বাড়িতে ১৪ দিনের কোয়ারেন্টাইন করতে বলা হয়েছে। তিনি এখন নিজ বাড়িতে কোয়ারেন্টাইনে আছেন। সোমবার সকালে ঢাকা থেকে ইমরুল কায়েসের পিতার মরদেহ মেহেরপুর সদর উপজেলার উজলপুর গ্রামের বাড়িতে পৌঁছায়। এ দিন সকাল সাড়ে ১০টার দিকে তাঁর নিজ বাড়ির সামনে জানাজা অনুষ্ঠিত হয়। সামাজিক দূরত্ব বজায় রাখতে প্রশাসনের পক্ষ থেকে আগেই জনাসমাগম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল। ফলে শুধুমাত্র পরিবারের সদস্যরাই জানাজায় অংশ নেন। জানাজা শুরুর আগে ইমরুল কায়েস তাঁর বাবার আত্মার মাগফিরাত কামনা করে সবার কাছে দোয়া চেয়েছেন। এছাড়াও দেশের দূর্যোগপূর্ণ এ মুহূর্তে সবাইকে নিয়ে জানাজা করতে না পারায় সবার কাছ থেকে ক্ষমা চেয়েছেন তিনি। উল্লেখ্য, গত ২৩ মার্চ গ্রামের বাড়ি থেকে মেহেরপুর শহরের যাওয়ার পথে স্যালোইঞ্জিন চালিত অবৈধ যান নছিমনের ধাক্কায় গুরুতর আহত হন ইমরুল কায়েসের পিতা বানি আমিন বিশ্বাস (৬০)। প্রায় একমাস (২৮ দিন) মৃত্যুর সঙ্গে লড়ে গত রোববার রাতে ঢাকার একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। রাতেই সপরিবারে পিতার মরদেহ নিয়ে গ্রামের বাড়িতে আসেন ইমরুল কায়েস।
