খেলাধুলা প্রতিবেদন
করোনা পরিস্থিতি স্বাভাবিক না হলেও ঘরোয়া ক্রিকেট ফেরানোর তোড়জোড় শুরু করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। চলতি মাসের শেষে জাতীয় টি-টোয়েন্টি চ্যাম্পিয়নশিপ দিয়ে শুরু হবে পাকিস্তানের ঘরোয়া ক্রিকেট মৌসুম। তার আগে ক্রিকেটারদের করোনা পরীক্ষার ব্যবস্থা করেছে পিসিবি। পরীক্ষার ব্যয় বহন করতে হবে ক্রিকেটারদের। এমনটাই জানিয়েছে প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (পিটিআই)। এমন সিদ্ধান্তে সমালোচনার মুখে পড়েছে পিসিবি। অংশগ্রহণকারী ২৪০ জন খেলোয়াড় ও অফিসিয়ালদের দুইবার কভিড-১৯ পরীক্ষা করানো হবে। প্রথমবার পরীক্ষার খরচটা বহন করতে হবে সংশ্লিষ্টদের। রাওয়ালপিন্ডি ও মুলতানে হবে পাকিস্তানের জাতীয় টি-টোয়েন্টি চ্যাম্পিয়নশিপ। এর আগে করোনা ভাইরাস পরীক্ষা নিয়ে সমালোচনার মুখে পড়েছিল পিসিবি। ইংল্যান্ড সফরের আগে জাতীয় দলের বেশ কয়েকজন ক্রিকেটারের করোনা পরীক্ষার ফল দুইরকম আসায় বেশ কথা শুনতে হয়েছিল পিসিবিকে। করোনা পরীক্ষার রিপোর্ট সংক্রান্ত সমস্যার কারণে অভিজ্ঞ ব্যাটসম্যান মোহাম্মদ হাফিজের সঙ্গে ঝামেলাতেও জড়িয়ে পড়েছিল দেশটির ক্রিকেট বোর্ড।