বিশ্ব ডেস্ক: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের দক্ষিণাঞ্চলে প্রলয়ঙ্করী ঝড়ের ফলে সৃষ্ট ভয়াবহ কাদামাটি ধসে বহু বাড়িঘর ধ্বংস হয়ে গেছে। এছাড়া অন্তত ১৩ জন মারা গেছে। গত মঙ্গলবার পুলিশ একথা জানিয়েছে। কর্তৃপক্ষ বলছে, লস অ্যাঞ্জেলেসের উত্তর-পশ্চিমাঞ্চলে মোন্টেসিটোতে উদ্ধার অভিযানকালে ধ্বংসস্তুপ ও কাদামাটি থেকে এসব লাশ খুঁজে পাওয়া গেছে। খবর : এএফপির। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করে সান্তা বারবারা কাউন্টির শেরিফ বিল ব্রাউন এক সংবাদ সম্মেলনে বলেন, আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, এখন পর্যন্ত এই ঘটনায় ১৩ জনের মৃত্যু হয়েছে। গতরাতে আমাদের এলাকার মধ্য দিয়ে বয়ে যাওয়া ঝড়ের আঘাতে এরা মারা গেছেন। সান্তা বারবারা কাউন্টির দমকল বিভাগ টুইটার বার্তায় জানায়, ঝড়ের প্রভাবে প্রবল বর্ষণের পর ধসে পড়া ভবনগুলোর ভেতরে হতাহতদের সন্ধানে কুকুর ব্যবহার করা হচ্ছে। এখন পর্যন্ত ২০ জন নিখোঁজ রয়েছে। এতে আরো বলা হয়, দমকল কর্মীরা সফলভাবে ১৪ বছর বয়সী এক কিশোরীকে উদ্ধার করেছে। মন্টেসিটোতে মেয়েটি একটি বাড়ির ধ্বংস্তুপের মধ্যে আটকা পড়ে ছিল।