ক্যাটরিনাকে আলিয়ার চ্যালেঞ্জ

images
বিনোদন ডেস্ক: বলিউডের জনপ্রিয় দুই অভিনেত্রী ক্যাটরিনা কাইফ ও আলিয়া ভাট। এবার ৩৩ বছর বয়সি ক্যাটরিনাকে চ্যালেঞ্জ জানিয়েছেন আলিয়া। আর ২৩ বছর বয়সি আলিয়ার চ্যালেঞ্জকে গুরত্বের সঙ্গেই গ্রহণ করেছেন তিনি। তবে চ্যালেঞ্জটি অন্য কোনো বিষয় নিয়ে নয়, সুইমিং পুলে সাঁতার কাটা, পুশ আপ নিয়ে। গতকাল আলিয়া তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ভিডিও প্রকাশ করেন। এতে এই প্রতিযোগিতার দৃশ্য দেখা যায়। প্রকাশিত ভিডিওতে আরো দেখা যায়, কালো রঙের বিকিনি পরে জলকেলিতে মেতেছেন আলিয়া-ক্যাট। এক প্রান্ত থেকে অন্য প্রান্তে দুজন সাঁতরে যাচ্ছেন। তারপর সুইমিং পুলের এক প্রান্তে এসে দুজনে পুশ আপ করতে থাকেন। একবার দুবার নয় কুড়িবার পুশ আপ দিয়েছেন তারা। তবে কেউ-ই হেরে যাওয়ার পাত্রী নন, ফলাফল সমান সমান। ড্রিম টিম কনসার্টের জন্য বিদেশে দল বেঁধে ঘুরে বেড়াচ্ছেন ক্যাটরিনা, আলিয়া, সিদ্ধার্থ, বরুণ, আদিত্য, পরিনীতি চোপড়া। আর এরই ফাঁকে এভাবেই সময় কাটাচ্ছেন তারা। ইতোমধ্যে ক্যাটরিনা-আলিয়ার বেশ গাঢ় বন্ধুত্বও তৈরি হয়ে গেছে।