চুয়াডাঙ্গা রবিবার , ৬ জুন ২০২১
আজকের সর্বশেষ সবখবর

কোয়ারেন্টিন শেষে ছাড়পত্র পেলেন ভারত ফেরত আরও ৮ জন

সমীকরণ প্রতিবেদন
জুন ৬, ২০২১ ৮:৫৩ পূর্বাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক:
দর্শনা চেকপোস্ট দিয়ে দেশে ফেরা আরও ৮ জনকে টানা ১৪ দিনের কোয়ারেন্টিন শেষে ছাড়পত্র দেওয়া হয়েছে। গতকাল শনিবার চুয়াডাঙ্গা সদর হাসপাতালের কোয়ারেন্টিন থেকে দুইজন, নার্সিং ইনস্টিটিউট কোয়ারেন্টিন থেকে একজন, হোটেল শয়ন বিলাশ থেকে তিনজন ও হোটেল ড্রিম গার্ডেন থেকে দুইজনসহ মোট আটজনকে ছাড়পত্র দেওয়া হয়।
জানা যায়, গত ২২ মে দর্শনা চেকপোস্ট দিয়ে ৪৪ জন বাংলাদেশি দেশে ফিরেন। এর মধ্যে একজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। ৪৪ জনের মধ্যে শরীরে করোনা উপসর্গ থাকায় দুজনকে সদর হাসপাতালের করোনা ইউনিটে কোয়ারেন্টিনে রাখা হয়। বাকি ৪২ জনের মধ্যে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল চত্বরের নাসিং ইনস্টিটিউটের পাশের কোয়াটারে অন্য ৩৬ জনকে কোয়ারেন্টাইনের জন্য পুলিশি পাহারায় কুষ্টিয়ায় নেওয়া হয়। কোয়ারেন্টিনে থাকা চারজনসহ গতকাল মোট আটজনকে ছাড়পত্র দেওয়া হয়েছে।
এদিকে, গতকাল শনিবার দর্শনা চেকপোস্ট দিয়ে নতুন করে আরও চারজন দেশে প্রবেশ করেছে। গত ১৬ মে থেকে এখন পর্যন্ত দর্শনা চেকপোস্ট দিয়ে মোট দেশে ফিরেছে ভারতে আটকেপড়া ৭৫১ জন। এর মধ্যে ১১জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।
চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমান জানান, গত শুক্রবার ১ দিনের কোয়ারেন্টান সম্পন্ন হওয়ায় সদর হাসপাতালের কোয়ারেন্টাইন থেকে দুইজন, নার্সিং ইন্সটিটিউট কোয়ারেন্টিন থেকে একজন, হোটেল শয়ন বিলাশ থেকে তিনজন ও হোটেল ড্রিম গার্ডেন থেকে দুইজনসহ মোট আটজনকে ছাড়পত্র প্রদান করা হয়েছে। এছাড়া গতকাল দর্শনা চেকপোস্ট দিয়ে নতুন আরও চারজন দেশে ফিরেছেন।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।