ধর্ম ডেস্ক: পশু কোরবানির মাধ্যমে আমরা পবিত্র ঈদুল আজহা উদযাপন করেছি। এক বছর পর আবার আমাদের সামনে এই কোরবানির সুযোগ আসবে। তবে এই কোরবানির যে শিক্ষা তা সারা বছরই কাজে লাগবে। নিছক পশু জবাই আর তা দিয়ে ভূরিভোজের জন্যই আল্লাহ এই কোরবানির বিধান দেননি। এর মাধ্যমে আল্লাহ বান্দাকে আরো ঘনিষ্ঠভাবে নিজের কাছে টেনে নেন। আল্লাহকে সন্তুষ্ট করার জন্যই কোরবানি। এই ইবাদতের মাধ্যমে বান্দা তার প্রভুর দরবারে নিঃশর্ত আত্মসমর্পণ করে। দুনিয়ার সবকিছু থেকে বিমুখ হয়ে একমাত্র আল্লাহকে পাওয়ার সাধনাই হলো এই কোরবানি। আর সেই সাধনা বছরের শুধু একদিনই নয়, সারা বছরই দরকার। সবকিছুর উপরে আল্লাহর সন্তুষ্টিকে প্রাধান্য দেয়া বান্দার কর্তব্য। কোরবানির মাধ্যমে আল্লাহর কাছে বান্দার গোলামি প্রকাশ পায়, প্রভুর জন্য তার ভালোবাসা ও ত্যাগের মাত্রা নির্ণীত হয়। আল্লাহর দান আল্লাহকে ফিরিয়ে দিতে আমরা কতটা প্রস্তুত এরই একটি ক্ষুদ্র পরীক্ষা হলো কোরবানি। আমাদের জীবনসম্পদ আল্লাহর কাছে উৎসর্গ করার প্রতিশ্রুতিই গ্রহণ করি কোরবানির মাধ্যমে। পশু কোরবানির সময় আমরা বলে থাকি, ‘আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন ও আমার মৃত্যু সারা জাহানের রব আল্লাহর জন্য।’ (সুরা আনআম-১৬২)। আমাদের জীবন ও সম্পদের প্রকৃত মালিক আল্লাহ। এ দুটো জিনিস আল্লাহর ইচ্ছা অনুযায়ী ব্যয় করাই ইমানের অপরিহার্য দাবি এবং জান্নাত লাভের পূর্বশর্ত। আল্লাহ বলেন, ‘নিশ্চয়ই আল্লাহ মুমিনের জীবন ও সম্পদ জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছেন।’ (সুরা তওবা-১১০)। সুতরাং আল্লাহর দেয়া জীবন ও সম্পদ তার রাস্তায় ব্যয় করার ক্ষেত্রে কোনো কার্পণ্য করা সমীচীন নয়। কোরবানির বড় শিক্ষা হচ্ছে তাকওয়া বা খোদাভীতি। কে আল্লাহকে ভয় করে পশু জবাইয়ের মাধ্যমে তার সান্নিধ্য লাভের চেষ্টা করেছে সেটাই তিনি দেখেন। আর এই তাকওয়াই হলো মুমিন জীবনের অনন্ত পাথেয়। কারো জীবনে তাকওয়ার পাথেয় থাকলে তার আর কোনো কিছুর কমতি নেই। এই তাকওয়া দ্বারাই সে দুনিয়া ও আখেরাতের সব ধাপ অতিক্রম করতে পারবে। তাকওয়ার দ্বারা সুন্দর হয় ব্যক্তি, সমাজ ও রাষ্ট্র। দুনিয়ার আর কেউ দেখুক আর না দেখুক আমি কী করছি সেটা আল্লাহ দেখছেন সেই অনুভূতিই মানুষকে সঠিক পথে চলতে সহায়তা করে। আর এই অনুভূতি জাগ্রত করে কোরবানি।
সর্বশেষ আপডেট
আলমডাঙ্গায় দারিদ্র্য বিমোচনে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত
আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গায় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের আওতাধীন দারিদ্র্য বিমোচনের লক্ষে পুষ্টি সমৃদ্ধ উচ্চমূল্যের অপ্রধান শস্য উৎপাদন ও বাজারজাতকরণ কর্মসূচির আওতায় সুফলভোগী সদস্যদের তিন দিনব্যাপী...
দর্শনায় ফ্যাশন গার্মেন্টস বিষয়ক প্রশিক্ষণের সমাপ্তি
দর্শনা অফিস:
দর্শনায় ফ্যাশন গার্মেন্টস বিষয়ক তিন মাসব্যাপী প্রশিক্ষণের সমাপ্তি হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টার দিকে ওয়েভ ট্রেড ট্রেনিং সেন্টারে ফাউন্ডেশনের নির্বাহী পরিষদের সদস্য আব্দুল...
মেহেরপুরে বিজ্ঞান মেলা উপলক্ষে সেমিনার
সমীকরণ প্রতিবেদন:
মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দুপুরের দিকে মেহেরপুর সরকারি বালিকা উচ্চ...
এক ইউপি সদস্যকে পেটালেন অপর মেম্বার
জীবননগর অফিস:
জীবননগরে সার ও বীজ ভাগাভাগিকে কেন্দ্র করে সোহেল রানা শ্যামল মেম্বারকে পিটিয়ে জখমের অভিযোগ উঠেছে অপর ইউপি সদস্য জুম্মাত আলী মন্ডলের বিরুদ্ধে। গতকাল...
জীবননগরে ভ্রাম্যমাণ আদালতে চার প্রতিষ্ঠানকে জরিমানা
জীবননগর অফিস:
জীবননগরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৪ প্রতিষ্ঠানকে ৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল সোমবার বিকেলে জীবননগর থানা-পুলিশের সহযোগিতায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি)...