কোথায় নিরাপত্তা?
—- এম এ মামুন
শিক্ষা নিতে কোথায় যাবে
কোথায় নিরাপত্তা?
কিছু শিক্ষক ছাত্রীর সাথে
করেন ধর্ষণ চেষ্টা।
একে একে অনেকজনে
করেন কত অভিযোগ,
শিক্ষক নামে, কিছু নরপশুর
আছে নাকি আলুরোগ।
ওরা মাদ্রাসাতে নারী পেলে
করে শয়তানি বেশ,
এটাই হলো বাংলার চিত্র
খোলে নারীর বেশ।
প্রায় প্রায় খবর আসে
মাদ্রাসাতে ধর্ষণ হয়,
ধর্ম শিক্ষায় ধর্মীয় লোকের
অপরাধের শাস্তি চায়।
খবরঃ ( গাংনীতে শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ)
দৈনিক সময়ের সমীকরণ সংবিধান, আইন ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের বিশেষভাবে অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য অপসারণ করার ক্ষমতা রাখে।