কোটা সংস্কারের দাবিতে নিহত শিক্ষার্থীদের আত্মার মাগফিরাত কামনায় চুয়াডাঙ্গায় বিএনপির গায়েবানা জানাজা
- আপলোড টাইম : ০৩:১৫:১৮ অপরাহ্ন, বুধবার, ১৭ জুলাই ২০২৪
- / ৮৩ বার পড়া হয়েছে
কোটা সংস্কারের দাবিতে চলমান আন্দোলনে নিহতদের আত্মার মাগফিরাত কামনায় চুয়াডাঙ্গায় গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (১৭ জুলাই) বেলা পৌনে ২টায় জেলা সাহিত্য পরিষদ চত্বরে এর আয়োজন করে চুয়াডাঙ্গা জেলা বিএনপি। জানাজার পূর্বে জেলা জাসাজের সাধারণ সম্পাদক সেলিমুল হাবীব সেলিমের সঞ্চালনায় সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য খন্দকার আব্দুল সোনা। তিনি বলেন, ‘এই অবৈধ সরকারের প্রধানমন্ত্রী অবৈধভাবে ক্ষমতাকে টিকিয়ে রাখার চেষ্টা করে যাচ্ছে। নিজেদের দাবি আদায়ে আমাদের সাতজন সন্তান রাজপথে নিহত হয়েছে। এই আওয়ামী লীগ সরকার তাদের গুণ্ডা বাহিনী, ছাত্রলীগ এবং অতি উৎসাহী পুলিশের দ্বারা দেশের মানুষকে জিম্মি করে রাখতে চাইছে। যে আশায় মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করেছিলো, এই সরকারের সময়ে দেশের মানুষের সেই আশা, স্বাধীনতা ভূলুণ্ঠিত হয়ে যাচ্ছে।’ এসময় তিনি অবিলম্বে কোটা আন্দোলনকারী শিক্ষার্থীদের ন্যায়সংগত দাবির প্রতি জেলাবাসীকে সোচ্চার হওয়ার আহ্বান জানান। গায়েবানা জানাজা নামাজ পরিচালনা করেনে মাওলানা আনোয়ার হোসেন।
গায়েবানা জানাজায় চুয়াডাঙ্গা পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও পৌর বিএনপির সিনিয়র সহ সভাপতি রাফিতুল্লাহ মহলদার, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জাহেদ মোহাম্মদ রাজিব খান, সদর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।