কোটচাঁদপুরে ৫ম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ অভিযোগে মামলা দায়ের
- আপলোড টাইম : ১০:৫২:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ অগাস্ট ২০১৮
- / ৪৩৮ বার পড়া হয়েছে
কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের কোটচাঁদপুর পৌর শহরের বাজেবামনদাহ পালপাড়ায় ৫ম শ্রেণীর ছাত্রীকে ভয় দেখিয়ে আপন দুলাভাই দ্বারা ধর্ষণের ঘটনায় কোটচাঁদপুর থানায় মামলা দায়ের হয়েছে। মামলা নং-০২। তবে পুলিশ আসামীকে এখনো পর্যন্ত গ্রেফতার করতে পারেনি। মামলার সূত্রে জানা যায়, কোটচাঁদপুর শহরের বাজেবামনদাহ পালপাড়ার মতিয়ার রহমানের ছেলে মো. সেলিম ওরফে জিম সেলিম (৩৪) একই পাড়ার মৃত আবুল হোসেনের মেয়ে ও আসামী সেলিমের আপন শালীকা ৫ম শ্রেণীর ছাত্রী (১২) কে ভয়ভীতি দেখিয়ে দীর্ঘদিন ধরে ধর্ষণ করে। ঘটনাটি জানার পর শিশুটির মা কোটচাঁদপুর থানায় আসামী সেলিমের বিরুদ্ধে মামলা করে। শিশুটিকে কোটচাঁদপুর স্বাস্থ্যকমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে ও ঝিনাইদহ থেকে ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করা হয়েছে।
এদিকে ধর্ষক সেলিমকে এখনো পর্যন্ত গ্রেফতার করতে পারেনি থানা পুলিশ। কোটচাঁদপুর থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আসামীকে গ্রেফতারে অভিযান চলছে।