কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলার রাঙিয়ারপোতা এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত (২৫) এক যুবক নিহত হয়েছে। সোমবার দুপুরে রেলওয়ে পুলিশ লাশটি উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। কোটচাঁদপুর রেলস্টেশনের মাষ্টার গোলাম মোস্তফা জানান, সোমবার সকালে স্থানীয় কৃষকরা রাঙিয়ারপোতা গ্রামে ট্রেন লাইনের পাশে দ্বিখন্ডিত মৃতদেহ পড়ে থাকতে দেখে পুুলিশকে খবর দেয়। পরে রেলওয়ে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে। তিনি জানান, নিহতের পরিচয় এখনও পাওয়া যায়নি। কোটচাঁদপুর থানার এসআই সমির জানান, ধারণা করা হচ্ছে সে রাতের কোন সময় ট্রেনের নিচে পড়ে আত্মহত্যা করেছে।
দৈনিক সময়ের সমীকরণ সংবিধান, আইন ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের বিশেষভাবে অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য অপসারণ করার ক্ষমতা রাখে।