চুয়াডাঙ্গায় আরও আক্রান্ত ৫ ও সুস্থ ৩২ জন; মেহেরপুরে নতুন করে ৭ জন শানক্ত
গত ২৪ ঘণ্টায় সারা দেশে করোনায় আক্রান্ত ২৫৮২, মৃত্যু ৩৫ জন
সমীকরণ প্রতিবেদন:
দেশে গেল ২৪ ঘণ্টায় ১৫ হাজার ২০৪টি নমুনা পরীক্ষায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৫৮২ জন। আক্রান্তদের মধ্য থেকে একই সময়ে মারা গেছেন ৩৫ জন। এ নিয়ে দেশে মৃতের সংখ্যা দাঁড়ালো চার হাজার ৩৫১ জন। এসময়ে নতুন করে সব মিলিয়ে দেশে আক্রান্তের মোট সংখ্যা তিন লাখ ১৭ হাজার ৫২৮ জনে দাঁড়িয়েছে। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ২ হাজার ৮৩৯ জন। এখন পর্যন্ত মোট সুস্থ রোগীর সংখ্যা ২ লাখ ১১ হাজার ১৬ জন। এদিকে, চুয়াডাঙ্গায় নতুন করে পাঁচজনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। গতকাল বুধবার রাত সাড়ে ৮টায় জেলা সিভিল সার্জন অফিস চুয়াডাঙ্গা থেকে ১ সেপ্টেম্বর প্রেরিত ৪৪ জনের নমুনার ফলাফল প্রকাশ করে। এর মধ্যে ৫ জনের নমুনায় করোনা শনাক্ত হয়েছে এবং বাকি ৩৯ জনের নমুনার ফলাফল নেগেটিভ। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্তের সংখ্যা দাঁড়াল ১ হাজার ২৭৮ জন। গতকাল জেলায় ৩২ জন সুস্থ হয়েছেন। এদিকে, মেহেরপুরে নতুন আরও ৭ জরে শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এছাড়া ঝিনাইদহের কোটচাঁদপুরে করোনা আক্রান্তে এক সার্ভেয়ারের মৃত্যু হয়েছে।
চুয়াডাঙ্গা:
চুয়াডাঙ্গায় নতুন করে পাঁচজনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। গতকাল বুধবার রাত সাড়ে ৮টায় জেলা সিভিল সার্জন অফিস চুয়াডাঙ্গা থেকে ১ সেপ্টেম্বর প্রেরিত ৪৪ জনের নমুনার ফলাফল প্রকাশ করে। এর মধ্যে ৫ জনের নমুনায় করোনা শনাক্ত হয়েছে এবং বাকি ৩৯ জনের নমুনার ফলাফল নেগেটিভ। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্তের সংখ্যা দাঁড়াল ১ হাজার ২৭৮ জন। গতকাল জেলায় ৩২ জন সুস্থ হয়েছেন। গতকাল নতুন আক্রান্ত ৫ জনের মধ্যে চুয়াডাঙ্গা সদর উপজেলার ৪ জন ও দামুড়হুদা উপজেলার ১ জন। নতুন আক্রান্ত ৫ জনের মধ্যে পুরুষ ৩ জন ও নারী ২ জন। আক্রান্তদের বয়স ২৬ থেকে ৬২ বছরের মধ্যে। ১লা সেপ্টেম্বর করোনা আক্রান্ত সন্দেহে ৪৪টি নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে প্রেরণ করা হয়। গতকাল প্রেরিত নমুনার ফলাফল সিভিল সার্জন অফিসে এসে পৌঁছায়। এছাড়া গতকাল করোনা আক্রান্ত সন্দেহে চুয়াডাঙ্গা সদর উপজেলা থেকে ১৫টি, আলমডাঙ্গা উপজেলা থেকে ৯টি, দামুড়হুদা উপজেলা ২টি, জীবননগর উপজেলা থেকে ২টিসহ ২৮টি নমুনা পরীক্ষার জন্য কুষ্টিয়া পিসিআর ল্যাবে প্রেরণ করা হয়েছে।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. শামীম কবির জানান, ‘নতুন ৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। বুধবার জেলায় ৩২ জন করোনা থেকে সুস্থ হয়েছেন। বর্তমানে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ৩৪ জন চিকিৎসাধীন রয়েছেন।’
চুয়াডাঙ্গা সিভিল সার্জন অফিসের ২ সেপ্টেম্বর তারিখের সর্বশেষ তথ্যানুযায়ী জেলা থেকে এ পর্যন্ত মোট নমুনা সংগ্রহ ৫ হাজার ২৭টি, প্রাপ্ত ফলাফল ৪ হাজার ৯ শ টি, পজিটিভ ১ হাজার ২৭৮টি ও নেগেটিভ ৩ হাজার ৬২২। গতকাল সুস্থ হয়েছেন নতুন ৩২ জন। এরমধ্যে সদর উপজেলার হোম আইসোলেশন থেকে ২৫ জন, আলমডাঙ্গা উপজেলার হোম আইসোলেশন থেকে ৩ জন ও দামুড়হুদা উপজেলার হোম আইসোলেশন ৪ জন। এ নিয়ে জেলায় মোট সুস্থ হয়েছেন ৮২১ জন ও মৃত্যু ৩০ জন। শেষ খবর পাওয়া পর্যন্ত জেলায় গতকাল হোম আইসোলেশনে ছিলেন ৩৮৪ জন ও প্রাতিষ্ঠানিক আইসোলেশনে ছিলেন ৩৪ জন।
মেহেরপুর:
মেহেরপুরে নতুন করে আরও ৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মেহেরপুর জেলার গাংনী উপজেলায় ৩ জন এবং মুজিবনগর উপজেলায় ৪ জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত হয়েছেন ৫৪৮ জন। গতকাল বুধবার রাতে মেহেরপুরের সিভিল সার্জন ডা. নাসির উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রাপ্ত ৪৬টি রিপোটের মধ্যে ৭ ট পজিটিভ। এ পর্যন্ত মোট প্রাপ্ত রিপোর্টের সংখ্যা ৩ হাজার ৫৫৬টি। মেহেরপুর জেলায় বর্তমানে আক্রান্ত হয়েছেন ১০৯ জন। (সদর ৪৯, গাংনী ৩৭, মুজিবনগরে ২৩) জন। এ পর্যন্ত জেলায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১২ জন। (সদর-৬, গাংনী- ৫, মুজিবনগর -১)। সুস্থ হয়েছেন ৩৮৫ জন । অন্যত্র ট্রান্সফার্ড করা হয়েছে ৩৭ জনকে।
ঝিনাইদহ:
ঝিনাইদহের কোটচাঁদপুরে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মহিদুল ইসলাম (৪৭) নামে এক সার্ভেয়ারের মৃত্যু হয়েছে। তিনি এলাঙ্গী ইউনিয়নের বলাবাড়িয়া গ্রামের মোহাম্মদ মণ্ডলের ছেলে। এ নিয়ে করোনাভাইরাসে ঝিনাইদহে ৩১ জনের মৃত্যু হলো। এদিকে, কুষ্টিয়ার পিসিআর ল্যাব থেকে বুধবার সকালে পাঠানো ৩৭টি নমুনার মধ্যে ১০ জনের করোনা পজিটিভ এসেছে। আক্রান্তদের মধ্যে শৈলকুপায় ৩, কালীগঞ্জে ৫ ও মহেশপুরে ২ জন রয়েছেন। এ নিয়ে জেলার ৬ উপজেলায় মোট আক্রান্তর সংখ্যা দাঁড়াল ১ হাজার ৬৬২ জনে। তা ছাড়া এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১ হাজার ২৩ জন। ঝিনাইদহ অস্থায়ী করোনা হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১৮ জন রোগী।
ঝিনাইদহ ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মো. আব্দুল হামিদ খান গতকাল বুধবার এক ই-মেইল বার্তায় জানান, করোনা উপসর্গ নিয়ে মহিদুল ইসলাম গত ৭ আগস্ট হাসপাতালে ভর্তি হন। ২৪ আগস্ট তাঁর শরীরে করোনাভাইরাস ধরা পড়ে। তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে গত মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু ঘটে। বুধবার সকালে জেলা প্রশাসক সরোজ কুমার নাথ ও পুলিশ প্রশাসনের সহযোগিতায় ঝিনাইদহ ইসলামিক ফাউন্ডেশনের কোটচাঁদপুরের ফিল্ড সুপারভাইজার মাওলানা আসাদুল্লাহর নেতৃত্বে লাশ দাফন কমিটি মহিদুলের মৃতদেহ বলাবাড়িয়া গ্রামের পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। ঝিনাইদহ ইসলামিক ফাউন্ডেশন গঠিত লাশ দাফন কমিটি এ পর্যন্ত ৫২ জন করোনা আক্রান্ত ও করোনা উপসর্গ মৃত ব্যক্তিকে দাফন করেছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে উপ-পরিচালক মো. আব্দুল হামিদ খান উল্লেখ করেন।