কোটচাঁদপুরে এক রাতে তিন প্রতিষ্ঠানে চুরি

ঝিনাইদহ অফিস:
ঝিনাইদহের কোটচাঁদপুর শহরে এক রাতে তিন ব্যবসাপ্রতিষ্ঠান থেকে ৮০ হাজার টাকা চুরি হয়েছে। গত বৃহস্পতিবার দিবাগত রাতে শহরের রিয়া ফ্যাশান, বলুহর বাসস্টান্ডের ফাতেমা মেশিনারি অ্যান্ড বীজ ভান্ডার ও একই এলাকার সোহেল স্টোরে এ চুরির ঘটনা ঘটে। চোররা বলুহর বাসস্ট্যান্ডে অবস্থিত বাজাজ মোটরসাইকেল শোরুমেও চুরির চেষ্টা করে বলে জানা গেছে।
কোটচাঁদপুর শহরে একের পর এক চুরির ঘটনায় ব্যবসায়ী ও সাধারণ মানুষ হতাশ হয়ে পড়েছে। বিভিন্ন সময় চুরি হলেও চোররা থাকছে ধরাছোয়ার বাইরে। অভিযোগ করেও মিলছে না কোনো প্রতিকার। ফলে আতঙ্ক দেখা দিয়েছে ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে।

ভুক্তভোগী ব্যবসায়ীরা জানান, প্রতিদিনের ন্যায় গত বৃহস্পতিবার দিবাগত রাতে দোকান বন্ধ করে বাড়িতে যান ব্যবসায়ীরা। শুক্রবার সকালে ব্যবসা প্রতিষ্ঠানে এসে দেখতে পান ক্যাশ বাক্স ভাঙা অবস্থায় পড়ে আছে। তিনটি দোকান থেকে চোরেরা ৮০ হাজার টাকা নিয়ে চম্পট দেয়। স্থানীয়রা অভিযোগ করেন, বিভিন্ন সময় সড়ক-বসতবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে চুরি-ছিনতাই ঘটনা ঘটছে। এর অধিকাংশ ঘটনা পৌর শহরের মধ্যে। এসব ঘটনার কোনো প্রতিকার না হওয়ায় এমন চুরি-ছিনতাই বাড়ছে।
এ বিষয়ে কোটচাঁদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মঈন উদ্দিনের জানান, বিষয়টি সন্দেহজনক। ব্যবসায়ীরা ক্যাশ বাক্সে তালা মেরে চাবি বাক্সের ওপর কীভাবে রেখে যায়? তিনি বলেন, চুরির ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ীরা থানায় অভিযোগ করছেন। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।