খেলাধুলা প্রতিবেদন
কোচ কার্লো আনচেলত্তির সঙ্গে সম্পর্কটা দারুণ হামেস রদ্রিগেজের। ২০১৪ বিশ্বকাপে আলো ছড়ানো এই কলম্বিয়ানকে রিয়াল মাদ্রিদে ভিড়িয়েছিলেন আনচেলত্তি। তিনি বায়ার্ন মিউনিখের কোচ হওয়ার পর ২০১৭তে রিয়াল থেকে জার্মান ক্লাবটিতে ধারে নিয়ে যান রদ্রিগেজকে। এবার প্রিয় কোচের টানে রিয়াল মাদ্রিদ ছেড়ে এভারটনে যোগ দিলেন এই অ্যাটাকিং মিডফিল্ডার। ২৫ মিলিয়ন ইউরোতে দুই বছরের চুক্তিতে ইংলিশ ক্লাবটিতে নাম লিখিয়েছেন রদ্রিগেজ। চুক্তিটি আরো এক মৌসুম বাড়ানোর সুযোগ রাখা হয়েছে। বায়ার্ন মিউনিখ ছাড়ার পর গত মৌসুমে এভারটনের কোচ হন আনচেলত্তি। তার অধীনে দ্বাদশ স্থানে থেকে ইংলিশ প্রিমিয়ার লীগ শেষ করে দলটি। আসন্ন মৌসুমে আরো ভালো কিছু উপহার দিতে চাইছেন আনচেলত্তি। সে লক্ষ্যে ইতিমধ্যেই নাপোলি থেকে ব্রাজিলিয়ান ফুটবলার অ্যালানকে দলে ভিড়িয়েছেন তিনি। এবার রিয়াল থেকে উড়িয়ে আনলেন পছন্দের শিষ্য হামেস রদ্রিগেজকে। ২৯ বছর বয়সী এই কলম্বিয়ানকে নিয়ে আনচেলত্তি বলেন, ‘সবাই জানে হামেস অসংখ্য গুণের অধিকারী দারুণ এক ফুটবলার। স্ট্রাইকারদের সহযোগিতা করার মতো অনেক দক্ষতা আছে তার।’