কে এই মতিয়ার রহমান!

ওয়াসিম রয়েলের প্রতিবেদন:
দর্শনা পৌর এলাকার ঈশ্বরচন্দ্রপুর গ্রামের প্রয়াত আওয়ামী লীগ নেতা ও তৎকালীন দর্শনা ইউনিয়ন এবং পৌরসভার ৩ বারের চেয়ারম্যান মৃত সামসুল ইসলামের ৩ ছেলে ও ২ মেয়ের মধ্যে সকলের বড় মতিয়ার রহমান। তিনি ১৯৬৬ সালের ১২ নভেম্বর ঈশ্বরচন্দ্রপুর গ্রামে জন্মগ্রহণ করেন। শৈশব ও কৈশরে মতিয়ার রহমান ছিলেন চঞ্চল প্রকৃতির। কৈশরে খেলাধুলা ও দুষ্টুমিতে মেতে থাকতেই বেশি পছন্দ করতেন তিনি। ছাত্রজীবনে প্রাথমিক শিক্ষার গণ্ডি পেরিয়ে দর্শনার মেমনগর বিডি মাধ্যমিক বিদ্যালয় থেকে ১৯৮১ সালে এসএসসি ও দর্শনা সরকারি কলেজ থেকে এইচএসসি পাস করেন।

রাজনৈতিক জীবন:
আওয়ামী লীগ পরিবারে জন্মগ্রহণ করায় দর্শনা সরকারি কলেজে ভর্তি হওয়ার পর থেকেই ছাত্রলীগের সঙ্গে জড়িয়ে পড়েন তিনি। কলেজ জীবনে ছাত্রলীগের কোনো পদে নাম না থাকলেও ডিগ্রি পাশ করে ছাত্র জীবন শেষ করেন। ছাত্র জীবন শেষ করে কর্মজীবন হিসেবে বেছে নিয়েছিলেন কেরু ইক্ষু উন্নয়ন বিভাগের সিডিএ’র চাকরি। তবে কিছুদিন পরেই চাকরি ছেড়ে দেন। এরপর দর্শনা পৌর যুবলীগের সভাপতি পদে আবার রাজনীতিতে ফিরে আসেন। এরপর ২০০২ সালে দর্শনা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে থেকে দল পরিচালনা করেন। ২০২২ সালে দর্শনা পৌর আওয়ামী লীগের সভাপতি হিসেবে দল পরিচালনা করেন। এ সময়ের মধ্যে দর্শনা পৌরসভার চলতি মেয়রের দায়িত্ব পালনসহ চারবারের নির্বাচিত মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।

মেয়র হিসেবে মতিয়ার রহমান আজীবন সুষ্ঠু, নিরপেক্ষ ও ন্যায়বিচারের জন্য শক্ত অবস্থান থেকেছেন। মেয়র মতিয়ার রহমান ক্ষমতায় থাকা অবস্থায় নিজের দলের ছেলেরা অপরাধ করলে প্রকাশ্যে পৌরসভায় বিচারের মাধ্যমে শাস্তি প্রদান করেছেন। যার ফলে দর্শনায় বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন গ্রুপিং থাকলেও রাজনৈতিক সহিংসতা প্রতিরোধে দর্শনা একটি বসবাসের শান্তির নীড় হিসেবে পরিলক্ষিত।