
প্রতিবেদক, হিজলগাড়ী:
‘বর্তমান সরকারের কৃষির আধুনিকায়নে প্রযুক্তির ব্যবহার বৃদ্ধির নিদের্শনা অনুযায়ী শিল্প সচিব এবং বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের উদ্যোগে কৃষিতে যান্ত্রিকীকরণ করা হচ্ছে। এখন থেকে কেরু অ্যান্ড কোম্পানির আখকর্তনে শ্রমিকের পরিবর্তে কম্বাইন্ড হার্ভেস্টার দিয়ে আখকর্তন করা হবে। এতে করে শ্রমিক সংকটের কারণে সৃষ্ট সমস্যা ও পরিচর্যা খরচ কমবে। বর্তমান সরকারের হাত ধরে কৃষিতে এক নতুন দিগন্তের সূচনা হয়েছে। সরকারের সদিচ্ছা ও কেরু অ্যান্ড কোম্পানির দায়িত্বশীলদের গৃহীত পরিকল্পনায় বদলে যাবে চিনিকলগুলো। কৃষি খামারগুলোতে ধারাবাহিক লোকসানের মাত্রা কমে দ্রুতই লাভের মুখ দেখবে। কেরুর চিনিকলে মাড়াই মৌসুমে প্রতিদিন আখ প্রয়োজন হয় ১২শ মেট্রিকটন। যা কেরু নিজস্ব তত্ত্বাবধানে ও কৃষকরা সরবরাহ করে থাকে। এলাকায় শ্রমিক সংকট থাকায় আখ সরবরাহ করতে হিমশিম খেতে হয় কর্তৃপক্ষকে। আখকর্তনের জন্য সুগার ক্যান কম্বাইন্ড হার্ভেস্টার নিয়ে আসা হয়েছে। অল্প সময়ে স্বল্প খরচে এই কম্বাইন্ড হার্ভেস্টার দিয়ে আখকর্তন করার ফলে লাভের মুখ দেখবে কেরু চিনিকল।’ গতকাল রোববার দুপুর ১২টার দিকে দর্শনা কেরু অ্যান্ড কোম্পানির ফুরশেদপুর কৃষি খামারে আনুষ্ঠানিকভাবে মেশিন দিয়ে আখকর্তনের শুভ উদ্বোধনকালে এসব কথা বলেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।
উদ্বোধনকালে উপস্থিত ছিলেন চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের যুগ্ম সচিব ও পরিচালক (অর্থ) খন্দকার আজিম আহমেদ, কেরু অ্যান্ড কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মোশারফ হোসেন, নর্থ বেঙ্গল সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক আনিসুল আজম, প্রকৌশলী মো. মাহমুদুল হাসান মিল্টন, চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের ব্যবস্থাপক কৃষি প্রকৌশলী সায়েদ সামস তাবরিজ, বিএসআরআই-এর টার্বো প্রিন্সিপাল অফিসার ও এগ্রো টেকনোলজি লিমিটেড গুজরাট (ইন্ডিয়া) এর শক্তিমান সুগার ক্যান কম্বাইন্ড হার্ভেস্টারের সার্ভিস ইঞ্চিনিয়ার রাজস কুমার সরকার, আলিম ইন্ডাটিজ এর জেনারেল ম্যানেজার ও মার্কেটিং এবং সেলস প্রধান ইঞ্জিনিয়ার মো হুমায়ুন কবীর, নর্থ বেঙ্গল সুগার মিলের ব্যবস্থাপক পরিবহন প্রকৌশল রিয়াজুল ইসলাম, দর্শনা কেরুজ চিনিকলের মহাব্যবস্থাপক (কৃষি) আশরাফুল আলম ভুইয়া, ব্যবস্থাপক (খামার) সুমন কুমার সাহা, ব্যবস্থাপক (পরিবহন প্রকৌশল) আবু সাঈদ ও ফুরশেদপুর খামার ইনচার্জ ইমদাদুল হক।