চুয়াডাঙ্গা শনিবার , ৩ অক্টোবর ২০২০
আজকের সর্বশেষ সবখবর

কেন্দ্রীয় যুবলীগ নেতা হাশেম রেজার পিতার স্মরণে মসজিদে মসজিদে দোয়া

সমীকরণ প্রতিবেদন
অক্টোবর ৩, ২০২০ ৯:১১ পূর্বাহ্ণ
Link Copied!

সমীকরণ প্রতিবেদক:
জাতীয় দৈনিক আমার সংবাদ-এর সম্পাদক ও কেন্দ্রীয় যুবলীগ নেতা হাশেম রেজার পিতা সাব্দার আলী মোল্লার স্মরণে কুড়ুলগাছি গ্রামের মসজিদে মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনু্িষ্ঠত হয়েছে। গতকাল বাদ জুম্মা মসজিদে মসজিদে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। দোয়া ও মিলাদ মাহফিলে দল-মত নির্বিশেষে এলাকার সাধারণ মানুষ ও মুসল্ললীগণ শরীক হন। মুসল্লীদের উপস্থিতিতে মরহুম সাব্দার আলী মোল্লার বড় ছেলে দৈনিক আমার সংবাদ পত্রিকার সম্পাদক ও প্রকাশক হাশেম রেজা তার পিতার রুহের মাগফেরাত কামনা করে দোয়া চান। একই সাথে তিনি বলেন, আমার বাবা যদি তার জীবদ্দশায় কারো কাছে কোনো ঋণ বা ধার-দেনা করে থাকেন তাহলে আমাকে বলবেন আমি তা পরিশোধ করে দিব। দোয়া ও মিলাদ মাহফিলটি পরিচালনা করেন কুড়ুলগাছী আনন্দ বাজার পাড়া জামে মসজিদের পেশ ইমাম হাফেজ হায়দার আলী।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।