সমীকরণ প্রতিবেদক:
জাতীয় দৈনিক আমার সংবাদ-এর সম্পাদক ও কেন্দ্রীয় যুবলীগ নেতা হাশেম রেজার পিতা সাব্দার আলী মোল্লার স্মরণে কুড়ুলগাছি গ্রামের মসজিদে মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনু্িষ্ঠত হয়েছে। গতকাল বাদ জুম্মা মসজিদে মসজিদে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। দোয়া ও মিলাদ মাহফিলে দল-মত নির্বিশেষে এলাকার সাধারণ মানুষ ও মুসল্ললীগণ শরীক হন। মুসল্লীদের উপস্থিতিতে মরহুম সাব্দার আলী মোল্লার বড় ছেলে দৈনিক আমার সংবাদ পত্রিকার সম্পাদক ও প্রকাশক হাশেম রেজা তার পিতার রুহের মাগফেরাত কামনা করে দোয়া চান। একই সাথে তিনি বলেন, আমার বাবা যদি তার জীবদ্দশায় কারো কাছে কোনো ঋণ বা ধার-দেনা করে থাকেন তাহলে আমাকে বলবেন আমি তা পরিশোধ করে দিব। দোয়া ও মিলাদ মাহফিলটি পরিচালনা করেন কুড়ুলগাছী আনন্দ বাজার পাড়া জামে মসজিদের পেশ ইমাম হাফেজ হায়দার আলী।