বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের নবগঠিত কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল। গতকাল মঙ্গলবার রাতে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ শুভেচ্ছা জানিয়েছে ছাত্রদল।
প্রেস বিজ্ঞপ্তিতে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সভাপতি শাহাজান খাঁন জানান, বাংলাদেশ জাতীয়তাবদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের নবগঠিত কমিটির সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ, সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল, সিনিয়র সহসভাপতি রাশেদ ইকবাল খাঁন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব ও সাংগঠনিক সম্পাদক আবু আসান মোহাম্মদ ইয়াহ্হিয়াকে মনোনীত করায় বাংলাদেশ জাতীয়তাবদী ছাত্রদল চুয়াডাঙ্গা জেলা শাখার পক্ষ থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারুণ্যের অহংকার তারেক রহমানের প্রতি আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। (প্রেস বিজ্ঞপ্তি)