কেডিকে ইউপি নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ছবদুল

জীবননগর অফিস:
জীবননগর উপজেলার কেডিকে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন আওয়ামী লীগরে বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী মো. মহিবুল হক (ছবদুল)। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টায় জীবননগর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে সেচ্ছায় নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন তিনি।
লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘আগামী ১৬ মার্চ ইউপি নির্বাচনে আমি কেডিকে ইউনিয়নে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী। আমার নির্বাচনী প্রতীক মোটরসাইকেল। আমি আওয়ামী লীগের একজন একনিষ্ঠ কর্মী। দলের অনুগত বিবেচনা করে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রতি আস্থা ও সম্মান প্রদর্শন করে আমি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। দলকে ঐক্যবদ্ধ রাখতে এবং দলীয় প্রতীক নৌকার প্রার্থীকে বিজয়ী করতে সমস্ত প্রকার প্রচার-প্রচারণায় থেকে বিরত থেকে নৌকার পক্ষে কাজ করার সিদ্ধান্ত গ্রহণ করেছি। এখন থেকে আমি, আমার কমী-সমর্থকদের নিয়ে নৌকার পক্ষে নির্বাচনী মাঠে থাকব।’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক আবু মো. আব্দুল লতিফ অমল, কেডিকে ইউনিয়ন পরিষদের আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান খাইরুল বাশার শিপলু প্রমুখ।