পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জীবননগর উপজেলার কেডিকে ইউনিয়ন পরিষদের উদ্যোগে সরকারিভাবে বিশেষ বরাদ্দকৃত ভিজিএফ’র চাল বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় কেডিকে ইউনিয়ন পরিষদ চত্বরে এ চাল বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন কেডিকে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কেডিকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খায়রুল বাশার শিপলু।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, হতদরিদ্র, গরীব, দুঃখী, অসহায়, অস্বচ্ছল উপকারভোগী নারী-পুরুষের মাঝে মাথাপিছু হারে ১০ কেজি চাল বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন কেডিকে ইউনিয়ন পরিষদের সচিব মনিরুজ্জামান, কেডিকে ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ও কেডিকে ইউনিয়ন পরিষদের মেম্বার খাসিয়ার রহমান মিঠুসহ সংরক্ষিত আসনের মহিলা মেম্বার ও সকল মেম্বার।
দৈনিক সময়ের সমীকরণ সংবিধান, আইন ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের বিশেষভাবে অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য অপসারণ করার ক্ষমতা রাখে।