চুয়াডাঙ্গা মঙ্গলবার , ২২ সেপ্টেম্বর ২০২০
আজকের সর্বশেষ সবখবর

কৃত্রিম সংকট তৈরি করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে

সমীকরণ প্রতিবেদন
সেপ্টেম্বর ২২, ২০২০ ৮:৫৬ পূর্বাহ্ণ
Link Copied!

চুয়াডাঙ্গায় পেঁয়াজ আমদানিকারক ও আড়ৎদারদের সঙ্গে মতবিনিময়কালে ডিসি নজরুল ইসলাম
নিজস্ব প্রতিবেদক:
বাজারে পেঁয়াজের সরবরাহ স্বাভাবিক ও মূল্য স্থিতিশীল রাখতে চুয়াডাঙ্গায় আমদানিকারক ও আড়ৎদারদের সঙ্গে মতবিনিময় করেছেন জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার। গতকাল সোমবার বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে তাঁর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় ডিসি নজরুল ইসলাম সরকার বলেন, ‘কেউ যাতে অবৈধভাবে মানুষকে ঠকাতে না পারে, সেজন্য মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্টের উদ্দেশ্য কাউকে হয়রানি করা নয়। মানুষের হয়রানী বন্ধে এই মোবাইল কোর্ট পরিচালনা করে করা হয়। আমরা চাইনা, কাউকে মোবাইল কোর্টের মাধ্যমে শাস্তি দিতে। কিন্তু যারা অন্যায় করবে, মানুষকে ঠকাবে, তাদের তো জরিমানা হবেই। আপনি সততার সাথে ব্যবসা করলে, মানুষকে না ঠকালে মেবাইল কোর্টের প্রয়োজনই পড়বে না।’
সভায় কোনো ব্যবসায়ী যাতে কৃত্রিম সংকট তৈরি করে পেঁয়াজের মূল্য বৃদ্ধি না করেন, সে বিষয়ে সতর্ক করেন জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার। কৃত্রিম সংকট তৈরি করে পেয়াঁজের মূল্য বৃদ্ধিকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। পেঁয়াজ ব্যবসায়ীদের দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, ‘কেউ একবারে বিশ কেজি পেঁয়াজ কিনবে, তা কি করে হবে। হঠাৎ করেই তার চাহিদা কেন বাড়বে। খোঁজ নিবেন। যে কেউ বেশি করে পেঁয়াজ নিতে চাইলে দিবেন না। আগে কারণটা জানবেন। আসলে সচেতনতার অভাব। হঠাৎ করেই তো আর দাম বাড়তে পারে না। আপনারা বাজারমূল্য স্থিতিশীল রাখার চেষ্টা করুন।’
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ ইয়াহ্ ইয়া খান, কৃষি সম্প্রসারণ অধিদফতরের অতিরিক্ত উপপরিচালক সুফি মোহাম্মদ রফিকুজ্জামান, জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহমেদ, জেলা মার্কেটিং অফিসার শহিদুল ইসলাম, জেলা দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক ইবরুল হাসান জোয়ার্দার ইবু, সাংবাদিক আহসান আলম, পেঁয়াজ ব্যবসায়ী বাবুলসহ জেলার পেঁয়াজ আমদানিকারক ও আড়ৎদাররা বক্তব্য দেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।