প্রতিবেদক, কার্পাসডাঙ্গা:
দামুড়হুদা উপজেলার কুড়–লগাছি ইউনিয়নের দুর্গাপুর গ্রামের কবরস্থান ও মহল্লার পানি নিষ্কাশনের ব্যবস্থার দাবি তুলেছে মহল্লাবাসী। পানি নিষ্কাশন না হওয়ার কারণে স্থানীয়রা ভোগান্তিতে পড়েছে। স্থানীয়দের অভিযোগ, দুর্গাপুর গ্রামের হালসোনাপাড়ায় প্রায় দুইশ পরিবারের বসবাস। এই মহল্লার পানি বের হতো কবরস্থানের পাশের রাস্তায় অবস্থিত কালভার্ট দিয়ে। কিন্তু সম্প্রতি সময়ে কালভার্টটি মাটি চাপা পড়ে বন্ধ হয়ে গেছে। কালভার্টটি বন্ধ হয়ে যাওয়ার কারণে কবরস্থানের ও মহল্লাবাসীর পানি নিষ্কাশনের সমস্যার সমাধানে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে মহল্লাবাসী।
দৈনিক সময়ের সমীকরণ সংবিধান, আইন ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের বিশেষভাবে অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য অপসারণ করার ক্ষমতা রাখে।