
প্রতিবেদক, কার্পাসডাঙ্গা:
দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছিতে অবৈধভাবে সড়ক বিভাগের বড় একটি শিশুগাছের উপরের মূল অংশ কেটে বিক্রির অভিযোগ উঠেছে স্থানীয় সমসের আলী নামের এক ব্যক্তির বিরুদ্ধে। গত বুধবার সকালে কুড়ুলগাছি ইউনিয়নের মাঠপাড়া এলাকার রাস্তর পাশ থেকে সড়ক বিভাগের অনুমতি ছাড়ায় একটি গাছের উপরের অর্ধেক অংশ কেটে বিক্রি করেন সমসের আলী।
স্থানীয় সূত্র জানায়, সড়কের পাশের বড় শিশুগাছের উপরের অংশ নিজ উদ্যোগে কেটে বিক্রি করে দেন সমসের আলী। স্থানীয় অনেকে গাছ কাটতে নিষেধ করলেও নিজের প্রভাব খাটিয়ে গাছের উপরের অংশ কেটে তার নিজ বাগানের কাটা গাছের সঙ্গে বিক্রি করে দেন। এদিকে এ বিষয়ে জানতে চাইলে সমসের আলী বলেন, ‘আমি কোনো গাছ কাটিনি। এ বিষয়ে আমি কিছুই জানি না।’ তবে কুড়ুলগাছি ইউনিয়ন (ভূমি) অফিসের কর্মকর্তা তরিকুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘ঘটনাটি জানার পর আমি সরেজমিনে পরিদর্শন করেছি এবং অভিযুক্ত সমসের আলীর সঙ্গে কথাও বলেছি। সমসের আলী জানিয়েছেন তার ঘাসের জমিতে গাছের ছায়া হওয়ার কারণে তিনি রাস্তার ধারের শিশু গাছের মরা ডালগুলো কেটে দিয়েছেন। আমি গাছের কাটা অংশগুলো ফেরত চেয়েছি, তিনি অপরাধ স্বীকার করে গাছের কাটা অংশগুলো ফেরত দেবেন বলে জানিয়েছেন।’
এ বিষয়ে ব্যাপারে কুড়ুলগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. কামাল উদ্দিন বলেন, ‘সড়কের পাশের একটি সরকারি গাছ কাটার ঘটনা সম্পর্কে আমি শুনেছি। অভিযুক্ত সমসের আলী নিজেই আমার নিকট এসেছিলেন। তিনি নিজের কয়েকটি গাছ কেটে বিক্রি করেছেন বলে জানান, তবে সরকারি জমিতে থাকা শিশুগাছটি তিনি কেটেছেন বলে অস্বীকার করেছেন। বিষয়টি খতিয়ে দেখার জন্য সরেজমিনে পরিদর্শন করা হবে।’