
আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মরহুম খন্দকার আব্দুর রহমানের ছেলে কুষ্টিয়া সরকারি কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক খন্দকার জিয়াউল হক হীরা ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। গতকাল শনিবার বেলা দুইটার দিকে তিনি পৃথিবীর সকল মায়া ত্যাগ করে না ফেরার দেশে পাড়ি জমান। তাঁর মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে কুষ্টিয়া সরকারি কলেজের সকল শিক্ষক, শিক্ষার্থী ও প্রতিবেশীরা একনজর দেখার জন্য তাঁর বাড়িতে ভিড় জমান। তাঁর মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে আসে।
জানা গেছে, আলমডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মরহুম খন্দকার আব্দুর রহমানের পুত্র খন্দকার জিয়াউল হক হীরা অত্যন্ত মেধাবী ছিলেন। আলমডাঙ্গা সরকারি কলেজের ছাত্র ছিলেন। পরে বিসিএস সম্পন্ন কওে সরকারি চাকরিতে যোগদেন। বরিশাল বোর্ডে কর্মরত থাকা অবস্থায় তাঁর ব্রেন টিউমার ধরা পড়ে। বেশ কিছুদিন যাবৎ তিনি কুষ্টিয়া, ঢাকাসহ ভারতের ব্যাঙ্গালোরে চিকিৎসাধীন ছিলেন। পরে জিয়াউল হক হীরা আবারও তাঁর পূর্বের কর্মস্থল কুষ্টিয়া সরকারি কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে চাকরি জীবন শুরু করেন। অসুস্থতার কারণে তাঁকে তেমন দায়িত্ব পালন করতে হতো না। মৃত্যুকালে তিনি স্ত্রী, সন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। গতকাল তার নিজ গ্রাম হালশাতে বাদ মাগরিব জানাযা শেষে দাফন সম্পন্ন করা হয়।