বিনোদন প্রতিবেদন:
বলা হয়েছিল, ভিসা জটিলতার কারণে ‘লিপস্টিক’ ছবিতে থাকছেন না কলকাতার অভিনেত্রী দর্শনা বণিক। সংবাদমাধ্যমকে এমনটাই জানান ছবির গল্পকার ও সংলাপ রচয়িতা আব্দুল্লাহ জহির বাবু। কিন্তু এবার গুরুতর অভিযোগ ওঠে এলো তার বিরুদ্ধে। দর্শনাকে কুপ্রস্তাব দিয়েছিলেন বাংলাদেশি এ চিত্রনাট্যকার! আরা তাতে রাজি না হওয়ায় এই সিনেমা থেকে তাকে সরিয়ে দেওয়া হয়েছে।
জানা যায়, এই ছবিটির বিষয়ে কথা বলা এবং চুক্তিপত্রে স্বাক্ষর করানোর জন্য ছবির প্রযোজক কলকাতায় এসেছিলেন। কিন্তু তারপর ছবির বিষয়ে জানার জন্য যখন দর্শনা যোগাযোগ করেন, তখন তাকে ইয়ার্কির ছলে কুপ্রস্তাব দেওয়া হয়। যে কথায় তীব্র বিরক্ত হয়েছিলেন দর্শনা। তিনি বলেন, ‘কলকাতায় এসে জহির বাবুদের ছবিটি সই করানোর কথা ছিল। তারা কবে আসবেন জানার জন্যই আমি মেসেজ করেছিলাম। তারপরেই উল্টাপাল্টা প্রস্তাব আসে। সেগুলো আমি পাত্তা দিইনি এবং বুঝিয়ে দিই যে এই ধরনের প্রস্তাবে আমি অস্বস্তিবোধ করছি। তারপর আর কোনোরকম যোগাযোগই করা হয়নি আমার সঙ্গে। এরপরেই হঠাৎ জানতে পারছি যে, আমায় সরিয়ে দেওয়া হয়েছে চরিত্রটি থেকে।